কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ জনাব মো. হামিদুর রহমান ও কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মোশারফ হোসেন পরিদর্শন করে গেলেন আকস্মিক বন্যা কবলিত হাওর এলাকা। মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মহোদয়গণ প্রথমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জগন্নাথপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর; উপজেলা কৃষি অফিসার, জগন্নাথপুর; এলাকার বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর পরিদর্শন করেন। উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিত কৃষক জনতার কাছ থেকে বাঁধভাঙা, বাঁধ নির্মাণে অনিয়ম বিষয় নিয়ে অভিযোগ ও দু:খ দুর্দশার কথা শুনেন। পরিদর্শকগণ স্পিডবোটে করে হাওর রক্ষা বাঁধের ভাঙা অংশ এলাকা পরিদর্শন করতে যান। মহা পরিচালক ও অতিরিক্ত সচিব মহোদয়গণ পরিদর্শনের সময় উপস্থিত ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে আলাপচারিতায় তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা নেন। মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মহোদয়গণ জানান, মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের পরামর্শ মোতাবেক তারা জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিন পরিদর্শনে এসেছেন। পরিদর্শন শেষে বর্তমান অবস্থা সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয়কে এ ব্যাপারে অবহিত করবেন। তাছাড়া ক্ষতিগ্রস্থ চাষীদের বিভিন্ন পুণর্বাসন এর আওতায় এনে তাদের ক্ষতি যেন কিছুটা লাঘব করা যায় এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। মাঠে দন্ডায়মান ধান মোটামুটি ৮০ ভাগ পাকা হয়েছে, এ রকম ধানগুলো দ্রুত কেটে মাড়াই ঝাড়াই করে ধান তোলার পরামর্শ দেন। শ্রমিক সংকটের ব্যাপারে বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে ধান কাটার রিপার মেশিন পাওয়া যাচ্ছে। খরচ কম, সময় কম লাগে এবং সহজেই ধান কেটে নিয়ে আসা যায়। তাই রিপার মেশিনের সাহায্যে ধান কাটার পরামর্শ দেন। তারা আরোও জানান, ভবিষ্যতে এসব সমস্যা সহজেই মোকাবিলা করার উপায় বের করার উদ্যোগ নেয়া হবে।
মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মহোদয়গণ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট; উপ পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তাহিরপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর; উপজেলা কৃষি অফিসার, তাহিরপুর; প্রকল্প পরিচালক, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প; প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট, সাংবাদিকবৃন্দ।